Breaking News

গুজরাট দাঙ্গাঃ নরেন্দ্র মোদি ইতিহাসে দায়ী হয়ে থাকবেন

 

এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৬ জুন এক বিবৃতিতে বলেন, গুজরাটের ভয়ঙ্কর দাঙ্গা ও এহসান জাফরি সহ অসংখ্য মানুষের হত্যালীলায় সরাসরি জড়িত থাকার দায় থেকে নরেন্দ্র মোদি সুপ্রিম কোর্টে রেহাই পেতে পারেন, কিন্তু জনগণের বিবেকের আদালতে তিনি বর্তমান এবং ভবিষ্যতের ইতিহাসে অপরাধী হিসাবেই চিহ্নিত হয়ে থাকবেন।

বিজেপি পরিচালিত গুজরাট সরকার প্রতিহিংসার বশে যেভাবে মানবাধিকার কর্মী তিস্তা শেতলবাদ সহ অন্যদের গ্রেপ্তার করেছে আমরা তার তীব্র নিন্দা করছি। তাঁদের মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার জন্য দেশের গণতান্ত্রিক মনোভাবাপন্ন জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি।