দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের চাপে কৃষি-আইন বাতিল ঘোষিত হলেও গুজরাটে তা বাতিল করেনি বিজেপি সরকার। তাছাড়া বিদ্যুৎ বিল-২০২২ পার্লামেন্টে পেশ হয়েছে। এটা আন্দোলনকারীদের প্রতি একটি প্রতারণা। অবিলম্বে তা প্রত্যাহার এবং প্রতিশ্রুতি মতো এমএসপি সুনিশ্চিত করার দাবিতে এআইকেকেএমএস-এর গুজরাট রাজ্য ইউনিট ২২ অক্টোবর সরকারি কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়। প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক কানুভাই খাদাদিয়া, জয়দীপভাই খুমন, নরেশভাই খুমন প্রমুখ।