কোচবিহারে এমআরপি রেটে সার বিক্রির দাবিতে কৃষক বিক্ষোভ চলছে

রবি মরশুমের শুরুতেই সারের ব্যাপক কালোবাজারির বিরুদ্ধে কোচবিহার জেলার ব্লকে ব্লকে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ। এআইকেকেএমএস কোচবিহার জেলা কমিটি গ্রামে গ্রামে গড়ে তুলেছে গ্রাম কমিটি। কৃষক স্বার্থে গড়ে ওঠা সংগ্রামী এই গ্রাম কমিটিগুলি আন্দোলনে নেমেছে। ১২ নভেম্বর কোচবিহার শহরে এআইকেকেএমএস-এর পক্ষ থেকে ডিএম অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

এমআরপি মূল্যে সার বিক্রি করা, অসাধু সার ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং লাইসেন্স বাতিল করা, ফসলের এমএসপি আইনসঙ্গত করা, কৃষকদের সস্তায় সার বীজ কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি সরববাহ করা এবং কৃষিতে জলসেচের ব্যবস্থা সহ সাত দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। তার আগে রাজা রামমোহন স্কোয়ারে অবস্থান ও শহরে মিছিল হয়। এতে পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সভাপতি কমরেড রুহল আমিন, জেলা সম্পাদক মানিক বর্মন, রাজ্য কমিটির সদস্য সান্ত্বনা দত্ত, জেলা কমিটির সদস্য অশ্বিনী বর্মন, জিতেন রায়, জগদীশ অধিকারী প্রমুখ।

১৪ নভেম্বর কোচবিহার ২ নং ব্লকের পুণ্ডিবাড়ি এলাকায় বাসস্ট্যান্ডে পাঁচ শতাধিক কৃষক পথ অবরোধ করেন। ব্লকের কৃষি আধিকারিক (এডিএ) এবং পুণ্ডিবাড়ি থানার ওসি বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন। এডিএ সমস্যা নিরসনে কার্যকরী ভূমিকা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ১৮ নভেম্বর সার দেওয়া শুরু হবে বলে কর্তৃপক্ষ জানান। আন্দোলনে নেতৃত্ব দেন ব্লক সম্পাদক স্বপন বর্মন, বিষ্ণু সরকার, অশ্বিনী বর্মন সহ আরও অনেকে।