Breaking News

কেরালায় সরকারি কলেজে এআইডিএসও-র জয়

সম্প্রতি কেরালার কালিকট বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মালাপ্পুরম জেলার থুনচান মেমোরিয়াল সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে এআইডিএসও-র রাজ্য কাউন্সিল সদস্য এবং কলেজ ইউনিটের সভাপতি অ্যালান এম এস ছাত্রসংসদের চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। কমরেড অ্যালান মোট ৮১৭ ভোটের মধ্যে ৫১৪টি ভোট পেয়ে এসএফআই প্রার্থীকে পরাজিত করেছেন। শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্বের চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরে এই নির্বাচনে এআইডিএসও যেমন ‘ছাত্র রাজনীতিকে শক্তিশালী করার’ দাবি উত্থাপন করেছে তেমনই সর্বনাশা ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-র বিরুদ্ধে, বিশেষ করে ‘ফোর ইয়ার্স আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ এবং কেরালা জুড়ে প্রতিষ্ঠানগুলিতে ক্রমবর্ধমান ফি-র বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়েছিল।

রাজ্যের অন্যান্য ছাত্র সংগঠনগুলি যেমন– এসএফআই, কেএসইউ, এবিভিপি, এমএসএফ এবং অন্যেরা সাধারণভাবে কলেজ ইউনিয়ন নির্বাচনকে অরাজনৈতিক একটি কর্মকাণ্ডের রূপ দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ক্যাম্পাসে এই সংগঠনগুলির যার যেখানে সংখ্যাগরিষ্ঠতা আছে সেখানে অন্যান্য সংগঠনগুলিকে তারা মনোনয়ন দাখিল করতে বাধা দেয়। এ ছাড়াও এই সংগঠনগুলি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নির্বাচনের নামে সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা চালায়। এর বিপরীতে দাঁড়িয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এআইডিএসও কর্মীরা নির্বাচনের ময়দানকে ব্যবহার করেন বৃহত্তর রাজনৈতিক বার্তা প্রচারের পরিসর রূপে। এই পরিস্থিতিতে কমরেড অ্যালান তাঁর কলেজে যে ভাবে এই সময়ের প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন, আন্দোলনের বার্তা সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে গেছেন তা সাধারণ ছাত্রছাত্রীদের আকৃষ্ট করেছে।

এক দিকে এআইডিএসও-র ধারাবাহিক আন্দোলন, অন্য দিকে সংগঠনের কর্মীদের প্রতি আস্থা ও ক্যাম্পাসে গণতন্ত্র বাঁচানোর ধারাবাহিক প্রয়াস এই নির্বাচনে জয় এনে দিয়েছে। উল্লেখ্য, তিরুরের থুনচান মেমোরিয়াল সরকারি কলেজে ছাত্র সংসদের চেয়ারম্যান পদে জয় ছাড়াও কোট্টায়ামের বাসেলিয়াস কলেজ এবং পাথানমথিট্টার ক্যাথোলিকেট কলেজেও এআইডিএসও প্রার্থীরা বেশ কিছু আসনে নির্বাচিত হয়েছেন।