Breaking News

কুলতলীতে গুলিবিদ্ধ ১১ এসইউসিআই(সি) কর্মী

দক্ষিণ ২৪ পরগণা জেলায় কুলতলীর মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের হোড়খালি গ্রাম সভা ৩-৪ নম্বর বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল। হঠাৎ কুলতলী থানার আইসি স্কুলের ছাদে উঠে ফাঁকা ফায়ারিং করেন। এই ইশারা পেয়ে টিএমসির দুষ্কৃতীরা বুথে ঢুকে ছাপ্পা মারতে শুরু করে। চার নম্বর বুথের এস ইউ সি আই (সি) প্রার্থী আলপনা সরদার জানান, পুলিশ সকাল ১১ টার সময় ব্যালট বক্স নিয়ে পালিয়ে যায়।

পাশের বুথের এক প্রার্থী বলেন, দুটো বুথ পুলিশের সহযোগিতায় দখল করে নিয়েছে টিএমসি-র দুষ্কৃতীরা। তারপর মানুষ প্রতিবাদে সোচ্চার হলে ব্যাপক গোলাগুলি চলে। দু’জন মহিলা সহ ১১ জন এস ইউ সি আই (সি) কর্মী গুলিবিদ্ধ হন। এঁরা সকলেই ক্যানিং ও কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।