Breaking News

কারখানায় আগুন, অভিযুক্তদের শাস্তির দাবি

হাওড়ার শালিমার বার্জার রঙ কারখানায় কর্তৃপক্ষের সীমাহীন গাফিলতিতে যেভাবে ২২ জন কর্মী গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে এআইইউটিইউসি হাওড়া জেলা কমিটি। স্থানীয় মানুষেরা যেভাবে কারখানার অগ্নিদগ্ধ কর্মীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছেন তার জন্য কমিটির পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানানো হয়েছে। পাঁচ বছর আগে এই কারখানায় আরও একবার আগুন লেগেছিল। তা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ অগ্নিনির্বাপক ব্যবস্থাটিকে গুরুত্ব দিয়ে সচল রাখেনি। ব্যবস্থাটি ঠিক ভাবে কাজ করলে এই দুর্ঘটনা এড়ানো যেত। তাই কারখানা কর্তৃপক্ষ এবং সরকারের দমকল দপ্তর এই দুর্ঘটনার দায় কোনওভাবেই এড়াতে পারে না। এআইইউটিইউসি হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে– আগুনে দগ্ধ সমস্ত কর্মীর চিকিৎসার দায়িত্ব কারখানা কর্তৃপক্ষকে নিতে হবে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, শ্রমিক সুরক্ষায় গাফিলতির জন্য দায়ী কারখানা কর্তৃপক্ষ এবং দমকল দপ্তরের আধিকারিকদের শাস্তি দিতে হবে, সমস্ত কারখানায় যাতে অগ্নিনির্বাপক যন্ত্র সচল থাকে সে ব্যাপারে দমকল দপ্তরের নজরদারি নিশ্চিত করতে হবে।

গণদাবী ৭৪ বর্ষ ৪৩ সংখ্যা ১৭ জুন ২০২২