ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মচারীদের বিক্ষোভ

রাজ্য সরকারের অধীনে বিভিন্ন অফিসে কর্মরত প্রায় ২০ হাজার ওয়াটার ক্যারিয়ার ও সুইপার কর্মচারী বহু বছর ধরে সামান্য বেতনে গ্রুপ-ডি কর্মচারীর মতো সমস্ত কাজ করে আসছেন। ২০২৩ থেকে বারবার প্রশাসনিক নানা স্তর থেকে এই কর্মচারীদের গ্রুপ-ডি পদে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই করা হয়নি।

এই বঞ্চনার প্রতিবাদে ২৪ জুন হাওড়া ডিএলআরও অফিসে ডেপুটেশন দেওয়া হয়। নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সমরেন্দ্রনাথ মাজী, ওয়াটার ক্যারিয়ার সুইপার (কর্মবন্ধু) সমন্বয় সমিতির রাজ্য সভাপতি নিখিল বেরা ও ইউনিয়নের জেলা সম্পাদক শ্যামল মাইতি। তাদের দাবি, অন্যান্য কর্মীদের মতো অবসরকালীন অনুদান ৫ লক্ষ টাকা দিতে হবে, সমস্ত জেলাতে স্যাট-এর আদেশনামা অনুযায়ী ১৯৯৯ সাল থেকে সমস্ত বকেয়া প্রদান করতে হবে, সমস্ত ওয়াটার ক্যারিয়ার ও সুইপার (কর্মবন্ধু)-দের বোনাস দিতে হবে, মৃত বা শারীরিকভাবে অক্ষম কর্মীর পোষ্যদের নিয়োগের সংস্থান করতে হবে, কাজে সক্ষম থাকা অবস্থায় অবসর দেওয়া চলবে না। মিছিল থেকে ৯ জুলাইয়ের ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।

এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত