Breaking News

এসইউসিআই(সি)-র অভিনন্দন

 জুনিয়র ডাক্তারদের আন্দোলনের এই উল্লেখযোগ্য জয়ে এস ইউ সি আই (সি) কমিউনিস্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য আন্দোলনকারী চিকিৎসক সহ আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত স্তরের জনসাধারণকে অভিনন্দন জানান। তিনি দাবি জানান, এখনও যে যে বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের মতান্তর থেকে গেছে, সেগুলি তিনি যেন জুনিয়র ডাক্তারদের সাথে আলোচনা করে অবিলম্বে মিটিয়ে ফেলেন।