Breaking News

এসআইআর বাতিলের দাবি তুললেন এসইউসিআই(সি)

এসআইআর-এর আতঙ্কে একের পর এক আত্মহত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে এসইউসিআই(সি) রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৩১ অক্টোবর এক বিবৃতিতে বলেন,

এসআইআর-এর আতঙ্কে ব্যারাকপুরের ঘটনা নিয়ে পরপর ৪ জন আত্মঘাতী হলেন। আতঙ্কের কারণ খুব পরিষ্কার– নির্বাচন কমিশন নাগরিকত্ব প্রমাণের জন্য যে যে নথি চেয়েছে তা তাঁরা দিতে অপারগ। যাঁরা বহুদিন এ দেশেই থেকেছেন, এ দেশের অর্থনীতি গড়ে তুলতে ভূমিকা নিয়েছেন, সমাজ ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে গিয়েছেন, যাঁদের ভোটে সরকার তৈরি হয়েছে তাঁদের হঠাৎ নাগরিকত্ব প্রমাণের জন্য নথি দিতে বলার দ্বারা যে আতঙ্কের সৃষ্টি করা হয়েছে– তার মতো অমানবিক ও নিষ্ঠুর কাজ আর হতে পারে না।

আমরা কেন্দ্রীয় সরকার ও শাসক দলকে জিজ্ঞাসা করতে চাই, স্বচ্ছ ভোটার তালিকার দাবি সকলের, কিন্তু এইভাবে আতঙ্কগ্রস্ত হয়ে আর কত মানুষের মৃত্যুর পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে এসআইআর বন্ধ করা উচিত? আমরা অবিলম্বে এই এসআইআর বন্ধ করার দাবি করছি।