Breaking News

উলুবেড়িয়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ

দলের উদ্যোগে উলুবেড়িয়া হাসপাতালে বিক্ষোভ

উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে ওই হাসপাতালে সার্ভিস ডক্টরস ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির পক্ষ থেকে ২১ অক্টোবর বিক্ষোভ দেখানো হয় এবং প্রিন্সিপাল ও এমএসভিপি-কে ডেপুটেশন দেওয়া হয়।

তিন সংগঠনের অভিযোগের উত্তরে প্রিন্সিপাল স্বীকার করেছেন ওই দিন হাসপাতাল মধ্যস্থ পুলিশ ফাঁড়িতে কেউ ছিল না। হাসপাতালের সিকিউরিটির সংখ্যাও কম ছিল। দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবি জানিয়ে ২১ অক্টোবর ওয়ার্ড মাস্টারকে এবং ২২ অক্টোবর হাসপাতাল গেটে এসইউসিআই(সি)-র নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়। এক প্রতিনিধিদল মহকুমা শাসকের কাছে ও উলুবেড়িয়া থানায় ডেপুটেশন দেয়।

হাসপাতালের সামনে এসডিএফ,এমএসসি ও নার্সেস ইউনিটির বিক্ষোভ