Breaking News

উলগুলানের ১১৮তম বার্ষিকী

ফেডারেশন অফ আদিবাসী অর্গানাইজেশনস–এর উদ্যোগে ৯ জানুয়ারি কলকাতায় ওয়াই চ্যানেলে বিরসা মুণ্ডার নেতৃত্বে সংগঠিত ছোটনাগপুরের আদিবাসী কৃষক বিদ্রোহ ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত ‘উলগুলানে’র ১১৮তম বার্ষিকী পালিত হয়৷ প্রবল শীতের মধ্যেও পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, উত্তর দিনাজপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু আদিবাসী ও গরিব মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ সহস্রাধিক মানুষের এই সমাবেশে সাঁওতাল, মুণ্ডা, ওরাঁও, বেদিয়া প্রভৃতি সম্প্রদায়ের সাংস্কৃতিক দল তাঁদের নাচ–গান পরিবেশন করেন৷ এই সভা থেকে কমিটির সভাপতি সারদা প্রসাদ কিস্কুর নেতৃত্বে এক প্রতিনিধি দল বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি রাজ্যপালের কাছে দেয়৷

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি বিসম্বর মুড়া৷ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুলেমান মারাণ্ডি, হুরেন মুর্মু, যোগেন্দ্রনাথ সিং, অধ্যাপক মারুনা মুর্মু, ডাঃ আনন্দ রঞ্জন বেসরা প্রমুখ৷ সভা সঞ্চালনা করেন জগদীশ সিং ও বিভীষণ সোরেন৷