
এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২৫ জুলাই এক বিবৃতিতে বলেন, জায়নবাদী ইজরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত সহায়তার সম্পর্ক, যা আগে থেকেই শক্তিশালী ছিল, তা আরও জোরদার করার যে সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। বিশ্বজনমত এবং সভ্যতার সমস্ত রীতিনীতি অগ্রাহ্য করে এই ইজরায়েল মার্কিন সাম্রাজ্যবাদের মদতে প্যালেস্টাইনে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে। শিশু-নারী সহ নিরীহ নাগরিকদের নৃশংস হত্যাকারী এমন একটি যুদ্ধাপরাধী রাষ্ট্রের সঙ্গে ভারত সরকার যে তার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত লজ্জাজনক।
সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ বিরোধিতার গৌরবের উজ্জ্বল ঐতিহ্যসম্পন্ন ভারতের শান্তিপ্রিয় জনসাধারণের পক্ষ থেকে আমরা দাবি করছি, জায়নবাদী ইজরায়েলের সঙ্গে করা এই প্রতিরক্ষা-চুক্তি অবিলম্বে প্রত্যাহার করে ভারত সরকার যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শিবির থেকে নিজেদের সরিয়ে আনুক।