
আসামের বিজেপি সরকার সরকারি জমি দখলমুক্ত করার নামে, সেখানে বহু বছর ধরে বসবাসরত হতদরিদ্র, অসহায়, ভূমিহীন মানুষকে, বিকল্প পুনর্বাসনের কোনও ব্যবস্থা না করে উচ্ছেদ করছে। এটা করতে গিয়ে বিষাক্ত জাতিবিদ্বেষ, সাম্প্রদায়িক বিদ্বেষের জন্ম দিয়ে যারা নিশ্চিত রূপে ভারতীয় নাগরিক এবং যারা এনআরসি-র অন্তর্ভুক্ত তাদের নির্বিচারে উচ্ছেদ করছে। জায়গায় জায়গায় উদ্বাস্তু নিরীহ দরিদ্র মানুষের কাতর আবেদন দু’পায়ে মাড়িয়ে গুলি চালিয়ে তাদের হত্যা করছে। এই অমানবিক উচ্ছেদের তীব্র নিন্দা করেছেন দলের আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস।
১৩ জুলাই এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, যেটা গভীর বেদনার তা হল মহান পুরুষ, আসাম তথা সমগ্র ভারতের গৌরব, আসামে সভ্যতা স্থাপনের মহান রূপকার শ্রীমন্ত শংকর দেবের শিক্ষা, আবেদন ও আর্তিকে জলাঞ্জলি দিয়ে বিজেপি সরকার তার পক্ষে প্রতিদিন সাফাই গাইছে এবং উল্লাস প্রকাশ করছে।
আসাম সরকারের কাছে আমাদের দাবি, এই অমানবিক উচ্ছেদ অভিযান অবিলম্বে বন্ধ করুন, উচ্ছেদ হওয়া হাজার হাজার হতদরিদ্র মানুষকে খোলা আকাশের নিচে অভুক্ত রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া থেকে সরে এসে মহান পুরুষ শ্রীমন্ত শংকর দেবের শিক্ষা, সংস্কৃতি ও ঐক্যের বাণীকে উজ্জ্বল ও অক্ষুণ্ন রাখুন।
এই সংকটজনক মুহূর্তে জাতি-ধর্ম-ভাষা নির্বিশেষে সকল জনগণের প্রতি আমাদের আন্তরিক আবেদন, সকল প্রকার সংকীর্ণতা, খণ্ড চিন্তা, সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে এই উচ্ছেদ অভিযান বন্ধ করার দাবিতে গণতান্ত্রিক, মানবিক, মূল্যবোধের ভিত্তিতে সংঘবদ্ধ হোন, তীব্র আন্দোলন গড়ে তুলুন ও একে প্রত্যাহার করতে আসাম সরকারকে বাধ্য করুন এবং সমস্ত জনগণের ঐক্যকে চোখের মণির মতো রক্ষা করুন।