কসবায় দক্ষিণ কলকাতা আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ২৭ জুন এক বিবৃতিতে বলেন,
এই ঘটনা আবারও প্রমাণ করল এ রাজ্যের কলেজগুলোতে ছাত্রীদের কতটা নিরাপত্তাহীনতায় কাটাতে হয়। কয়েক মাস আগেই আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনা ঘটেছে যার ন্যায়বিচার এখনও পাওয়া যায়নি। এটা কারও বুঝতে অসুবিধা হয়নি যে শাসক-ঘনিষ্ঠ অপরাধীদের সেখানে আড়াল করার চেষ্টা হয়েছে। কসবার বর্তমান ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার নেতা যুক্ত থাকলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের পর পুরো নাম না প্রকাশ করে আদ্যক্ষর ব্যবহার করেছে। পুলিশের এই ঘৃণ্য আচরণের আমরা তীব্র নিন্দা করছি। আমরা অবিলম্বে এই ঘটনার ন্যায়বিচার ও দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এই লেখাটি গণদাবী ৭৭ বর্ষ ৪৭ সংখ্যা ৪ – ১০ জুলাই ২০২৫ এ প্রকাশিত