সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দিতে হবে — এস ইউ সি আই (সি)

কোভিড সংক্রমণ রুখতে ভারতের সকল নাগরিকের জন্য বিনামুল্যে টিকা দাবি করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ ২১ এপ্রিল এক বিবৃতিতে বলেন, ৪৫ অনূর্ধ্বদের করোনা টিকা পেতে হলে চড়া দাম দিতে হবে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের এই ঘোষণা জনগণের উপর এক মারাত্মক আঘাত। এই ঘোষণা অসংখ্য দরিদ্র ভারতবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

কোভিড অতিমারির প্রথম ঢেউয়ের সময়ে এই সরকারের প্রধানমন্ত্রী ‘নমস্তে ট্রাম্প’ উৎসবে মেতেছিলেন এবং লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলেন। এই প্রধানমন্ত্রীই কিনামূল্যে টিকার আশ্বাস দিয়েছিলেন এবং বলেছিলেন, টিকার জন্য অর্থসংস্থানে কোনও সমস্যা হবে না। ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি দরিদ্র মানুষকে একবেলার পেটভরা খাবার জোগাড় করতে নিত্যদিন লড়াই করতে হচ্ছে, সেখানে সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে সরকার কী করে এমন ঘোষণা করতে পারল! অতিমারির প্রথম ঢেউয়ের পরে দেশের চিকিৎসা পরিকাঠামোর ঘাটতিগুলি দুর করার জন্য সরকার যথেষ্ট সময় পেয়েছিল, কিন্তু তারা কিছুই করেনি।

অতিমারি পরিস্থিতিতে দেশের জনসাধারণ, বিশেষত মেহনতি মানুষ যখন চুড়ান্ত দুর্দশাগ্রস্ত, তখন প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের বিজেপি সরকারের মন্ত্রীরা নির্বাচনী প্রচারের জন্য নিত্যদিন আকাশপথে যাতায়াত করতে গিয়ে কী ভাবে শত শত কোটি টাকা খরচ করলেন, তা ভেবে বিস্মিত হতে হয়। এখন এই প্রধানমন্ত্রীই নির্লজ্জভাবে সরকারের সমস্ত দায় ঝেড়ে ফেলে দিয়ে জনগণের প্রাণের দায়িত্ব তাদের কাঁধেই চাপিয়ে দিয়েছেন।

কেন্দ্রের বিজেপি সরকারের এই ঘোষণা অত্যন্ত নিন্দনীয় এবং তাদের এই দায়িত্বজ্ঞানহীন আচরণের আমরা তীব্র বিরোধিতা করছি। সরকারের কাছে পুনরায় আমাদের দাবি দেশের সমস্ত নাগরিককে বিনামুল্যে টিকা দিতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৩২ সংখ্যা