Breaking News

সংগ্রামের শপথে বিপ্লবী ক্ষুদিরাম শহিদ দিবস উদযাপিত

১১ আগস্ট দেশ জুড়ে শত শত স্থানে উদযাপিত হয় স্বাধীনতা সংগ্রামের আপসহীন ধারার সৈনিক বিপ্লবী ক্ষুদিরামের ১১২তম শহিদ দিবস৷ কলকাতা হাইকোর্টের সামনে শহিদ ক্ষুদিরামের মূর্তিতে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, কমসোমল ও পথিকৃৎ–এর পক্ষ থেকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় (ছবি)৷ এসইউসিআই (সি)–র পলিটবুরো সদস্য কমরেড সৌমেন বসু ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য সহ কেন্দ্রীয় ও রাজ্য নেতৃবৃন্দ ক্ষুদিরাম মূর্তিতে মাল্যদান করেন৷ বক্তব্য রাখেন এআইডিএসও–র রাজ্য সহ সভাপতি কমরেড বিপ্লব চন্দ্র৷ সভাপতিত্ব করেন এআইএমএসএস–এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রুনা পুরকায়েত৷ কমসোমলের পক্ষ থেকে গার্ড অফ অনার জানানো হয়৷

এছাড়াও রাজ্যের স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়, হাট–বাজার–স্টেশন, রাস্তার মোড় সহ বিভিন্ন জনবসতি এলাকায় ছবিতে মাল্যদান, আলোচনাসভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়৷

(গণদাবী : ৭২ বর্ষ ৩ সংখ্যা)