Breaking News

রক্তাক্ত নির্বাচনের নিন্দায় বুদ্ধিজীবী মঞ্চ

শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চ গভীর ব্যথা ও ক্ষোভের সঙ্গে ১০ এপ্রিল এক বিবৃতিতে জানিয়েছে, কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের মৃত্যু, বিভিন্ন বিধানসভা কেন্দ্রে পর পর প্রার্থী, রাজনৈতিক কর্মী এবং সাধারণ নির্বাচকদের উপরে আক্রমণ, বোমাবাজি, ভোটদানে বাধা, এমনকী সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও আক্রমণ করা হয়েছে। আমরা কেন্দ্রীয় বাহিনীর গুলিবর্ষণ এবং মৃত্যুর নিন্দা করছি। এই ঘটনাতে কেন্দ্রের শাসক দল এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।

আমরা দাবি করেছিলাম, প্রত্যেক ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তা নির্বাচন কমিশন, সরকারি প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু তা হয়নি। বরং কেন্দ্র ও রাজ্যের শাসকদল যেভাবেই হোক ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠছে। অভিযোগ উঠেছে, রক্তাক্ত নির্বাচন এরই ফল। এতে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের অনেকেই দরিদ্র এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের দাবি, প্রত্যেক নির্বাচককে তাঁর ভোট দেওয়ার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।