মোটরভ্যান চালকদের আন্দোলন

উত্তর ২৪ পরগণাঃ পরিবহণ শ্রমিকের স্বীকৃতি ও পরিচয়পত্র, অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড, ভ্যাকসিন, লকডাউনকালীন মাসিক ৭৫০০ টাকা ভাতা ইত্যাদি দাবিতে এআইইউটিইউসি অনুমোদিত ‘সারা বাংলা মোটর ভ্যানচালক ইউনিয়ন’-এর উদ্যোগে ২ সেপ্টেম্বর ব্যারাকপুর ও বসিরহাটে এবং ৩ সেপ্টেম্বর বনগাঁয় এসডিও দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ইউনিয়নের উত্তর ২৪পরগণা জেলা সম্পাদক বলেন, গত বছরে শ্রমমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও প্রশাসনিক গাফিলতিতে এই জেলার মোটর ভ্যানচালকদের এখনও পরিচয়পত্র দেওয়া হয়নি। তাঁরা এখনও কোভিড ভ্যাকসিন পাননি। মাসিক ৭৫০০ টাকা লকডাউনকালীন ভাতা দিতেও হেলদোল নেই। অবিলম্বে বিষয়গুলো কার্যকর না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় সংগঠন।

ইসলামপুরঃ বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের ইসলামপুর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল ৩১ আগস্ট টাউন লাইব্রেরি হলে। ভ্যানচালকরা ইসলামপুর শহর জুড়ে মিছিল পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অংশুধর মন্ডল, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও জেলা সম্পাদক গোপাল দেবনাথ এবং শিক্ষক আন্দোলনের নেতা সুজনকৃষ্ণ পাল ও অন্যরা। সম্মেলনে সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিকাশ সিংহ, সভাপতি নূরনবী, সহ সম্পাদক নাজমুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ বাবলু সহ ১৫ জনের ব্লক কমিটি গঠিত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ৮ সংখ্যা