Breaking News

মধ্যপ্রদেশে কৃষকদের বিক্ষোভ

চাষিদের দুর্দিন চলছেই৷ মধ্যপ্রদেশের মণিখেড়া গ্রামে আত্মঘাতী হয়েছেন আরও এক দুঃস্থ চাষি৷ প্রতিবাদে ৪ জানুয়ারি এ আই কে কে এম এস–এর গুনা ইউনিটের পক্ষ থেকে জয়স্তম্ভের চৌমাথায় বিক্ষোভ দেখানো হয়৷ সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড মনীশ শ্রীবাস্তব বিক্ষোভ সভায় বলেন, মধ্যপ্রদেশ সরকার চাষিদের সমস্যার সমাধানে কোনও আন্তরিকতার পরিচয় দিচ্ছে না৷ যে সামান্য ঋণ মকুবের কথা বলা হচ্ছে তা চাষির তেমন কোনও কাজেই লাগবে না৷ বাস্তবে পুরো ঋণ যদি মকুব করা হয়ও তা হলেও চাষি সমস্যার সমাধান হবে না৷ এটা জেনেও সরকার শুধু সস্তা ভোট–রাজনীতির দিকে তাকিয়ে বাজিমাত করার চেষ্টা করছে, ফসলের ন্যায্য দামের ব্যবস্থা না করতে পারলে আবারও চাষি ঋণ নিতে বাধ্য হবে এবং আবারও সর্বস্বান্ত হবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ২২ সংখ্যা)