ভারত বনধে সমর্থন এআইইউটিইউসি-র

এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক কমরেড শঙ্কর দাশগুপ্ত সংযুক্ত কিসান মোর্চার ডাকা ২৭ সেপ্টেম্বরের ভারত বনধকে সফল করার আহ্বান জানিয়ে ১২ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন, নয় মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে কৃষকরা কর্পোরেট স্বার্থবাহী তিনটি কৃষি আইন, জনবিরোধী বিদ্যুৎ সংশোধনী বিল-২০২১-এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ছ’শোর বেশি কৃষক এই আন্দোলনে প্রাণ দিয়েছেন। আন্দোলনের প্রতি কেন্দ্রীয় সরকার যে স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছেন, তা তাদের জনবিরোধী শ্রেণি চরিত্রকেই স্পষ্ট দেয়।

একই সাথে শ্রমিক বিরোধী লেবার কোড চালু করে, মানিটাইজেশন পাইপলাইনের নামে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সম্পত্তি বেচে দিয়ে কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত শ্রমজীবী মানুষের উপর মারাত্মক আক্রমণ নামিয়ে এনেছে। এই পরিস্থিতিতে ২৭ সেপ্টেম্বরের বনধ খুবই সময়োচিত।

গণদাবী ৭৪ বর্ষ ৮ সংখ্যা