Breaking News

প্রবাদপ্রতিম কৃষক নেতা কমরেড আমির আলি হালদার স্মরণ

তেভাগা আন্দোলনের প্রবাদপ্রতিম নেতা, এসইউসিআই(কমিউনিস্ট)-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পূর্বতন সদস্য এবং অল ইন্ডিয়া কিসান খেতমজুর সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক কমরেড আমির আলি হালদারকে সিপিএম ঘাতকবাহিনী হত্যা করেছিল ১৯৯৭ সালের ১১ জানুয়ারি।

এ বছর ১১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগণার বাইশহাটা লোকাল হাটে তাঁর ২৭তম শহিদ দিবসের স্মরণসভায় শত শত মানুষ সমবেত হন। বাইশহাটার প্রতিটি পাড়া থেকে মাল্যদান করা হয়। বিভিন্ন গণসংগঠন ও এসইউসিআই(সি) কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মাল্যদান করা হয়। প্রধান বক্তা ছিলেন দলের পলিটবুরো সদস্য ও রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। এ ছাড়া বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য কমরেড জয়কৃষ্ণ হালদার, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ নস্কর, কমরেড তরুণ মণ্ডল। সভাপতিত্ব করেন ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কমরেড মাদার লস্কর। উপস্থিত ছিলেন বারুইপুর সাংগঠনিক জেলা সম্পাদক কমরেড নন্দ কুণ্ডু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সালামত মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ।