Breaking News

পুলিশি বাড়াবাড়ির নিন্দা এস ইউ সি আই (সি)-র

হাওড়ায় পুলিশের লাঠির আঘাতে একজনের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করে এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ২৬ মার্চ এক প্রেস বিবৃতিতে বলেন,

করোনা সংক্রমণ রোধ করতে সরকারের তরফ থেকে যে লকডাউন জারি করা হয়েছে তা সঠিক হলেও তা কার্যকরী করতে গিয়ে পুলিশের বাড়াবাড়ি কখনও সমর্থনযোগ্য নয়। দুধ বা অন্যান্য অত্যাবশ্যকীয় জিনিস যা লকডাউনের আওতার বাইরে এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যেসবের দোকান খোলা থাকার কথা, তা সংগ্রহ করতে গিয়ে মানুষকে বাড়ির বাইরে বের হতেই হচ্ছে। কিন্তু গতকাল থেকে পুলিশ তাঁদের উপর বেধড়ক লাঠিচার্জ করছে, কোথাও রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করাচ্ছে। আমরা অবিলম্বে এই পুলিশি বাড়াবাড়ি বন্ধ করার দাবি জানাচ্ছি। এই বাড়াবাড়ি করতে গিয়ে হাওড়ার সাঁকরাইলে পুলিশের লাঠির আঘাতে আহত হয়ে একজন মারা গেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি ও দোষী পুলিশ অফিসারের শাস্তি দাবি করছি।

(গণদাবী : ডিজিটাল বুলেটিন-২৮ মার্চ ২০২০)