পরীক্ষা সম্বন্ধে সুনির্দিষ্ট ঘোষণা চাই : সেভ এডুকেশন কমিটি

 

ফাইল চিত্র

দীর্ঘ লকডাউনের জন্য স্কুল–কলেজ–বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন৷ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমেস্টারের ছাত্রছাত্রীদের পরিস্থিতি খুবই সঙ্গীন৷ লকডাউনের মধ্যেই তাঁদের বেশিরভাগেরই শিক্ষাবর্ষের মেয়াদ শেষ হয়ে গেছে৷ অথচ হয় পরীক্ষা হয়নি না হয় অর্ধেক হয়েছে৷ তাঁদের অনেকে ক্যাম্পাস ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছেন৷ অথচ পরীক্ষার ফল না বেরোলে তাতে যোগ দিতে পারবেন না৷ যাঁরা পরবর্তী উচ্চশিক্ষায় যাবেন, তাঁরাও কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না৷

এই পরিস্থিতি কাটানোর জন্য অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সভাপতি অধ্যাপক চন্দ্রশেখর চক্রবর্তী ও সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব সহ চিঠি পাঠান৷ তাতে দাবি করা হয় সমস্ত বিশ্ববিদ্যালয় কখন কীভাবে পরীক্ষা নেবে ও তার মূল্যায়নের পদ্ধতি কী হবে তা সুনির্দিষ্টভাবে এখনই ঘোষণা করুক৷ এই চিঠির কপি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীকেও তাঁরা পাঠিয়েছেন৷ ১৩ জুন রাজ্যের উচ্চশিক্ষা সচিব অধ্যাপক তরুণ নস্করকে ফোন করে পরীক্ষার বিষয়ে তাঁর মত জানতে চাইলে তিনি আগের দাবিগুলিই তুলে ধরেন৷ এই দাবি যে কতটা সঠিক তা পরিষ্কার হয়ে যায় ১৪ জুন সমস্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের সভায় গৃহীত সিদ্ধান্তে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে পরীক্ষা ও মূল্যায়নের নীতি ঘোষণা করেছে৷ বাকি বিশ্ববিদ্যালয়গুলির ক্ষেত্রেও তা অবিলম্বে করার দাবি পুনরায় জানিয়েছে সেভ এডুকেশন কমিটি৷