Breaking News

নয়া কৃষি আইন বাতিলের দাবিতে হরিয়ানা জুড়ে আন্দোলন

কেন্দ্রীয় বিজেপি সরকারের তিনটি নয়া কৃষি আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে উঠেছে হরিয়ানা, পাঞ্জাব সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে। এআইকেকেএমএস-এর হরিয়ানা রাজ্য কমিটির ডাকে ঝজ্জরের দেবীলাল পার্ক থেকে উপ-সচিবালয় পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিলে সামিল হলেন প্রায় এক সহস্র কৃষক। ২ নভেম্বরের এই বিক্ষোভ মিছিলে রোহতক, গুরগাঁও, হিসার জেলা থেকে আগত কৃষকদের সাথে করনাল, কুরুক্ষেত্র, কৈশল, জিন্দ থেকেও কৃষক প্রতিনিধিরাও যোগ দেন। এআইকেকেএমএস-এর সর্বভারতীয় সভাপতি সত্যবান, রাজ্য সভাপতি অনুপ সিংহ মাতনহেল, রাজ্য সম্পাদক জয়করণ মান্ডৌঠি সহ কৃষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা বহুজাতিক পুঁজির স্বার্থে কৃষকমারা এই আইনের বিরোধিতায় আরও ব্যাপক আন্দোলনের ডাক দেন।

২৫০টি কৃষক সংগঠনের যুক্ত মঞ্চ অল ইন্ডিয়া কিসান সংঘর্ষ কোঅর্ডিনেশন কমিটি ২৬-২৭ নভেম্বর যে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে, তাকে সর্বতোভাবে সফল করার আহ্বান জানান নেতৃবৃন্দ। গ্রামে গ্রামে গণকমিটি গঠন এবং কৃষকদের সভা করে সমস্ত কৃষককে একজোট করার কর্মসূচি নেওয়া হয়।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)