Breaking News

ডিপ্লোমার ডাক্তার ও ১৫ দিনের নার্স প্রতিবাদে তমলুকে অবস্থান

চিকিৎসায় ডিপ্লোমাধারী ডাক্তার ও ১৫ দিনের ট্রেনিংয়ে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল, পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের পরিকাঠামো উন্নত করে শূন্যপদে ডাক্তার–নার্স–স্বাস্থ্য কমী নিয়োগের দাবিতে ও সরকারি হাসপাতালে ওষুধ ছাঁটাই, জনবিরোধী মেডিকেল শিক্ষানীতির প্রতিবাদে ২৫ মে অবস্থানের ডাক দিয়েছিল হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাক্টিশনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি৷ ওই দিন তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে বিক্ষোভে সামিল হন জেলার গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে ডাক্তার–নার্স–স্বাস্থ্যকমীরা।