জয়নগর ও কুলতলিতে কর্মীসভা

কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য দলের দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন স্থানে কর্মীসভা আয়োজিত হয়। ২৭ সেপ্টেম্বর কুলতলি বিধানসভার ভুবনেশ্বরী অঞ্চলে ১২০০-র বেশি কর্মী-সমর্থকের উপস্থিতিতে সভা করে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও রাজ্য কমিটির সদস্য কমরেড জয়কৃষ্ণ হালদার এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সৌরভ মুখার্জী।

১১ অক্টোবর রাজ্য সম্পাদকের পরিচালনায় বেলেদুর্গানগর ও মায়াহাউড়ি অঞ্চলের ২৫০ ব্যক্তির উপস্থিতিতে তারানগর মোড়ে কর্মীসভা হয়। বিভ্রান্ত হয়ে অতীতে তৃণমূল-বিজেপিকে সমর্থন করেছেন এমন অনেক ব্যক্তি নিজেদের ভুল বুঝতে পেরে এই সভাগুলিতে যোগ দিয়েছেন। আলোচনার ফলে কর্মীদের মধ্যে তৃণমূল-বিজেপির দুষ্ট রাজনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রেরণা সৃষ্টি হয়েছে। একই সাথে সিপিএম দলের ভোট সর্বস্ব রাজনীতির জন্য যে যুক্ত বামপন্থী আন্দোলন গড়ে উঠতে পারল না সে বিষয়েও উপস্থিত কর্মীদের সচেতন করা হয়। এ দিন বিকালে জয়নগরের ময়দা অঞ্চলের ৪টি বুথের ৩৫০-র বেশি জনকে নিয়ে কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য কর্মীসভা করেছেন। সভায় প্রায় একশো মহিলা কর্মী উপস্থিত ছিলেন। তারানগর ও ময়দার দুটি কর্মীসভায় জয়নগরের প্রাক্তন বিধায়ক এবং দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড তরুণ নস্কর বক্তব্য রাখেন।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ১০ সংখ্যা_১০ নভেম্বর, ২০২০)