জেলায় জেলায় ছাত্র সম্মেলন

দিনহাটাঃ ১৯ সেপ্টেম্বর অল ইন্ডিয়া ডি এস ও-র কোচবিহার জেলার দিনহাটা কলেজ কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। কমরেড সঞ্জয় দেবকে সভাপতি ও কমরেড উদয় বর্মনকে সম্পাদক ও আতারুল রহমানকে কোষাধ্যক্ষ করে পাঁচ জনের সম্পাদকমণ্ডলী ও ১৯ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়। দিনহাটা মহকুমায় মহিলা কলেজ স্থাপন সহ নানা দাবিতে প্রস্তাব গৃহীত হয়েছে সম্মেলনে।

কাঁদিঃ ১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদের কাঁদি ব্লকে এআইডিএসও প্রথম কাঁদি লোকাল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দাবি তোলা হয় অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। কমরেড শুভজিৎ প্রামাণিক সভাপতি, কমরেড রমেশ দাস সম্পাদক ও মঙ্গল মণ্ডলকে কোষাধ্যক্ষ করে ২২ জনের একটি কমিটি গঠন করা হয়।

নদিয়াঃ ২৪ সেপ্টেম্বর নদীয়া জেলা নবম ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হল কৃষ্ণনগরে দ্বিজেন্দ্র মঞ্চে উদ্বোধক ছিলেন দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড মৃদুল দাস। উপস্থিত ছিলেন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড সামসুল আলম, সহ-সভাপতি কমরেড অনুপম পানি, রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড শম্পা সিরিন ও রাজ্য কমিটির সদস্য কমরেড অভিষেক দেবনাথ। দেড় শতাধিক ছাত্র ছাত্রীর সম্মেলন থেকে কমরেড সাইদুল ইসলামকে সভাপতি, কমরেড সুখেন পাত্রকে সহ-সভাপতি ও কমরেড সুস্মিতা জোয়ার্দারকে সম্পাদক করে ১৬ জনের একটি জেলা কমিটি ও ৪৫ জনের কাউন্সিল গঠিত হয়েছে।

গণদাবী ৭৪ বর্ষ ১১ সংখ্যা ৮ অক্টোবর ২০২১