জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষ স্মরণে

১৯১৯ সালের ১৩ এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল৷ ব্রিটিশ শাসকদের এই পৈশাচিক বর্বরতায় নিহত হয়েছিল এক হাজারের বেশি নিরীহ নর–নারী–শিশু৷ গত বছর এই দিনে অল ইন্ডিয়া ডিএসও–ডিওয়াইও–এমএসএস স্মরণ অনুষ্ঠান আয়োজন করেছিল৷ এ–বছরও তারা ওই বীভৎস ঘটনার শতবর্ষ পূর্তি স্মরণে সমাবেশের আয়োজন করেছিল৷ অল ইন্ডিয়া ডিওয়াইও–র সহ–সভাপতি জুবেইর রব্বানি সমাবেশে বলেন, ব্রিটিশ আমলের যে কুখ্যাত রাওলাট আইনকে ঘিরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই কালা–আইন আজও দেশে বহাল রয়েছে ভিন্ন নামে৷

বর্তমান বিজেপি সরকার চূড়ান্ত স্বৈরাচারী ভূমিকা গ্রহণ করে দেশের মানুষের উপর নানা আক্রমণ নামিয়ে আনছে৷ জনগণকে কর্ম–খাদ্য–নিরাপত্তা না দিয়ে তাদের মধ্যে জাতপাত–ধর্ম–বর্ণে ঘৃণা–বিদ্বেষ ছড়াচ্ছে তারা৷ চিন্তাযুক্তির পরিবর্তে কুসংস্কার–অন্ধবিশ্বা উসকে তুলছে তারা সুকৌশলে৷ এসব তারা করে যাচ্ছে যাতে নিপীড়িত মানুষ সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে সরব না হতে পারে৷ ভয়ভীতি উপেক্ষা করে তবু যাঁরা সরব হচ্ছেন তাঁদের দেশদ্রোহী বানানোর অপচেষ্টা করছে বিজেপি সহ গোটা সংঘ পরিবার৷

তিনি বলেন, জালিয়ানওয়ালা বাগের শহিদদের স্মরণে যথার্থ দেশপ্রেমী জনগণকে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভাবে দাঁড়ানোর শপথ নিতে হবে৷ স্বাধীনতা সংগ্রামীরা যে সুন্দর ভারতের স্বপ্ন বুকে নিয়ে আত্মবলিদান করেছিলেন সেই অপূরিত স্বপ্ণকে বাস্তবে রূপায়িত করার জন্য বিশেষত দেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে৷ তবেই আমরা শহিদদের প্রকৃত সম্মান জানাতে পারব এবং লাগাতার শোষণ–জুলুমের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করার ক্ষেত্রে যথার্থ ভূমিকা পালন করতে পারব৷ 

(গণদাবী : ৭১ বর্ষ ৩৬ সংখ্যা)