গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে ত্রিপুরায় বিক্ষোভ

বিজেপি পরিচালিত আসাম, ত্রিপুরার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কোম্পানি ‘গেইল’–এর মালিকানাধীন ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের (টিএনজিসিএল) গ্যাসের দাম বাড়াল ত্রিপুরা সরকার৷ ১০ শতাংশ সেস চাপানোর ফলে পাইপলাইনে সরবরাহ করা গ্যাস এবং সিলিন্ডারে ভরা সিএনজি–র দাম বেড়ে বোঝা চাপল ত্রিপুরাবাসীর ঘাড়ে৷ বিজেপি সরকারের এই জনবিরোধী নীতির প্রতিবাদে ২৯ জুন আগরতলায় বিক্ষোভ দেখাল এস ইউ সি আই (সি)৷ কর্নেল চৌমূহনী থেকে ওরিয়েন্ট চৌমূহনী পর্যন্ত মিছিল হয়৷ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য সংগঠনী কমিটির সদস্য সুব্রত চক্রবর্তী এবং সঞ্জয় চৌধুরী৷ টিএনজিসিএলের এম ডি–র কাছে স্মারকলিপি দিয়ে বর্ধিত সেস প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)