Breaking News

এনআইওএইচঃ নাগরিক কনভেনশন

নাগরিক প্রতিরোধ মঞ্চ এবং মেডিক্যাল সার্ভিস সেন্টার এর যৌথ উদ্যোগে এনআইওএইচ ( নতুন নাম এনআইএলডি) প্রতিষ্ঠানের জাতীয় মর্যাদা খর্ব করার চক্রান্তের বিরুদ্ধে এবং পরিকাঠামো উন্নত করার দাবিতে কলকাতার বনহুগলিতে ৪ অক্টোবর নাগরিক কনভেনশন হয়।

শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক এবং শিক্ষক ডঃ দীনেশ চন্দ্র ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক গৌতম চক্রবর্তী, বাণী সিনহা, মেডিক্যাল সার্ভিস সেন্টারের কলকাতা জেলা সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র, হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা কমিটির পক্ষ থেকে ডাঃ ঝোটন দাস প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশকর্মী প্রসূন আচার্য, প্রতিবন্ধী সংগঠনের পক্ষে রূপা প্রামানিক প্রমুখ। কনভেনশন থেকে ডাঃ অমিত ধবল, গৌতম চক্রবর্তী এবং বাণী সিনহাকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ জনের ‘এনআইওএইচ বাঁচাও নাগরিক প্রতিরোধ মঞ্চ’ গঠিত হয়।

গণদাবী ৭৪ বর্ষ ১১ সংখ্যা ৮ অক্টোবর ২০২১