এ বছর থেকেই পাশ–ফেল চালু করতে হবে

এ বছর থেকেই পাশ–ফেল চালু করতে হবে

জেলায় জেলায় সেভ এডুকেশন কমিটি আন্দোলনে

দক্ষিণ ২৪ পরগণা : সম্প্রতি কেন্দ্রীয় সরকার জানিয়েছে, রাজ্যগুলি চাইলে প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল প্রথা চালু করতে পারে৷ সেইমতো ওড়িশা সরকার প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালুর সিদ্ধান্ত ঘোষণা করেছে৷ কিন্তু টালবাহানা করে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার৷ এই শিক্ষাবর্ষ থেকে পাশ–ফেল চালুর দাবিতে ১৫ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগণা জেলা বিদ্যালয় পরিদর্শকের (প্রাথমিক) কাছে ডেপুটেশন দিল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির দক্ষিণ ২৪ পরগণা জেলা শাখা৷ প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক ডঃ মনোজ গুহ, জেলা সম্পাদক জয়দেব জাতুয়া, সহ সভাপতি কনক কান্তি হালদার, সম্পাদকমণ্ডলীর সদস্য পঞ্চানন ময়রা ও অধ্যাপক সোমা রায়৷ পাশ–ফেল চালু ছাড়াও শিক্ষার সর্বস্তরে স্বাধিকার রক্ষার দাবি জানানো হয়৷ ডি আই দাবিপত্র দ্রুত শিক্ষা দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার আশ্বাস দেন৷

বাঁকুড়া : অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে ৭ ফেব্রুয়ারি জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও মাধ্যমিক)–কে স্মারকলিপি দেওয়া হয়৷ প্রথম শ্রেণি থেকে পাশ–ফেল চালু, বৈজ্ঞানিক সিলেবাস প্রণয়ন, শিক্ষার সমস্ত আর্থিক দায়িত্ব সরকারের গ্রহণ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নকল করা বন্ধ করা ইত্যাদি দাবিতে স্মারকলিপি পেশ করা হয়৷ নেতৃত্ব দেন নদীয়া ইন্দু বিশ্বাস, অসিত মণ্ডল, বিষ্ণু রক্ষিত, স্বপন গরাই প্রমুখ৷

(গণদাবী : ৭১ বর্ষ ২৮ সংখ্যা)