Breaking News

আরও বেশি মদ বিক্রির নীতির তীব্র প্রতিবাদ এমএসএসের

‘মদ বিক্রিতে লক্ষ্যমাত্রা, না পারলে জরিমানা’– রাজ্য আবগারি দপ্তরের এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজ্য সম্পাদিকা কল্পনা দত্ত।

রাজ্য সরকার আগামী বছর মদ বিক্রি করে ২০ হাজার কোটি টাকা রাজস্ব উপার্জনের লক্ষ্যমাত্রা পূরণ করতে বিক্রেতাদের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। লক্ষ্যমাত্রা ছুঁতে না পারলে তাদের লাইসেন্স বাতিল হবে। রাজকোষ ভরানোর উদগ্র বাসনায় যে কোনও উপায়ে মদ বিক্রি বাড়িয়ে রাজ্যের মানুষ বিশেষতছাত্র-যুবকদের মদের নেশায় আসক্ত করে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার সর্বনাশা নীতি নিয়েছে রাজ্য সরকার।

৭ সেপ্টেম্বর এক বিবৃতিতে তিনি বলেন, এ কথা কারও অজানা নয়, মদের কারণে নারী নির্যাতন, পারিবারিক হিংসা, অশান্তি ও অপরাধপ্রবণতা কী ভাবে বাড়ে। পাশের রাজ্য বিহার মদ নিষিদ্ধ করে অপরাধপ্রবণতা অনেক কমাতে পেরেছে। আর পশ্চিমবঙ্গে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তা সত্ত্বেও রাজ্য সরকার মদ বিক্রি ছাড়া রাজস্ব উপার্জনের আর কোনও রাস্তা দেখতে পাচ্ছে না।

সংগঠনের দাবি, সমাজ সভ্যতাকে রক্ষা করার লক্ষ্যে রাজ্যে মদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

(ডিজিটাল গণদাবী-৭৩ বর্ষ ৫ সংখ্যা_১০ সেপ্টেম্বর, ২০২০)