Breaking News

আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি আন্দোলনে


রাজ্য পুলিশের কনস্টেবল পদে ২২৪২ জনকে নিয়োগপত্র দিয়েও কাজে যোগদান করতে দেওয়া হয়নি। অবিলম্বে তাদের নিয়োগের দাবিতে উত্তীর্ণরা ১৯ জুলাই বিক্ষোভ দেখায়। কিন্তু পুলিশ তাঁদের উপর হামলা চালায়।
এই ঘটনার বিরোধিতা করে আনএমপ্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি ২০ জুলাই হাজরা মোড়ে প্রতিবাদ-বিক্ষোভ করে। বিক্ষোভ কর্মসূচিতে কমিটির সর্বভারতীয় সহ সম্পাদক সঞ্জয় বিশ্বাসের বক্তব্য চলাকালীন অতর্কিতে পুলিশ ঝাঁপিয়ে পড়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে।
কমিটির ৬ জন সদস্যকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। কমিটির দাবি– ১) অবিলম্বে পুলিশ মন্ত্রীর হস্তক্ষেপ ও লাঠিচার্জে যুক্ত দোষী পুলিশ অফিসারদের শাস্তি দিতে হবে, ২) শূন্যপদ আপডেট করে অবিলম্বে সমস্ত শূন্যপদে উত্তীর্ণ সকল কর্মপ্রার্থীদের নিয়োগ করতে হবে।

গণদাবী ৭৩ বর্ষ ৪১ সংখ্যা