এ বছর মহারাষ্ট্রের বিদর্ভে দীপাবলির আলো জ্বলেনি৷ সেখানকার মানুষের মনে আনন্দ নেই, রয়েছে শোকের ছায়া৷ কারণ গত জুলাই থেকে অক্টোবর– চার মাসে এই অঞ্চলে ৫০ জনের মতো চাষি এবং কৃষিশ্রমিক ফসলে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে নিজেরাই বিষাক্রান্ত হয়ে পড়েন৷ শেষপর্যন্ত তাঁদের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ইয়তমালে মারা গেছেন ২৩ …
Read More »