৯ মাসের শিশুকে ধর্ষণ করে খুন, বিক্ষোভে ফেটে পড়ল হায়দরাবাদ

এ দেশে ৯ মাসের শিশুও ধর্ষণের শিকার হয়৷ অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গালে এমন মর্মান্তিক ঘটনা ঘটল সম্প্রতি৷ অপরাধ চাপা দিতে শিশুটিকে খুনও করা হল৷ যারা এ কাজ করল তারা কি মানুষ? মানুষ হলে এ কাজ করতে পারে কখনও?

গোটা হায়দরাবাদ জুড়ে বিক্ষোভ আর যন্ত্রণার স্বর৷ মানুষের প্রশ্ন, সমাজ জুড়ে এই মারাত্মক বিকৃত মানসিকতা, এই নরপিশাচদের জন্ম হচ্ছে কী করে? দেশ চালাচ্ছেন যে শাসক–সমাজপতিরা কী উত্তর দেবেন তার? ‘শিশুদের বাঁচাও’, নারীদের বাঁচাও দাবি নিয়ে ৫ জুলাই বিক্ষোভের ডাক দিয়েছিল ডি এস ও, ডি ওয়াই ও, এম এস এস৷ মদ, মাদক এবং অশ্লীল ওয়েবসাইট বন্ধ করার দাবি ওঠে সভা থেকে৷ স্কুল–কলেজ থেকে শত শত ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভে সামিল হয়৷

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন তিনটি সংগঠনের নেতৃবৃন্দ৷ বক্তারা বলেন, চারিত্রিক অধঃপতনের বহুবিধ আয়োজন চলছে রাষ্ট্রীয় মদতে৷ অধঃপতিত হচ্ছে আমাদের সন্তানেরা৷ কিন্তু তার বিপরীতে উন্নত রুচি–সংস্কৃতির প্রবাহ আজও বাস্তব রূপ নিতে পারেনি৷ প্রতিবাদের ধারাকে তীব্রতর করা ছাড়া আর দ্বিতীয় পথ নেই৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৮ সংখ্যা)