৩ মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ মূল্যে ছাড়, আদতে পর্বতের মূষিক প্রসব

গরিব মানুষদের ৩ মাসে ৭৫ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ চৌধুরী ১০ ফেব্রুয়ারি এক বিবৃতিতে জানান,

সরকারের এই ঘোষণা অতি সামান্য হলেও বিদ্যুৎ মাশুল কমানোর দাবিতে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের আন্দোলনেরই ফল। কিন্তু কয়লার ৪০ শতাংশ দাম কমা, জিএসটিতে ৭ শতাংশ ট্যাক্স কমা, এটিসি লস ২ শতাংশ কমা এবং বিদ্যুৎ কোম্পানিগুলিকে দেওয়া নিজস্ব কয়লাখনির কয়লা ব্যবহারের ফলে বিদ্যুৎ মাশুল ৫০ শতাংশ কমানো বাস্তবে সম্ভব। সেই অর্থে সরকারি ঘোষণা পর্বতের মূষিক প্রসব। এই ঘোষণায় সিইএসসি এলাকার গরিব মানুষের কোনও উপকার হচ্ছে না। ফলে সিইএসসি-র বিদ্যুৎ গ্রাহকরা পুনরায় প্রতারিত হলেন। যেখানে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে সরকারগুলি সমস্ত গ্রাহকদের মাসে কোথাও ২০০ ইউনিট কোথাও বা ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ দিচ্ছে বিনামূল্যে, কৃষিবিদ্যুৎ কোথাও বা সম্পূর্ণ বিনামূল্যে কোথাও বা সস্তায়় দেওয়া চলছে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জনগণের প্রত্যাশা ছিল অন্তত ৫০ শতাংশ কম দামে বিদ্যুৎ দেওয়া হবে। সেই প্রত্যাশা পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গৃহীত হবে।

(গণদাবী : ৭২ বর্ষ ২৮ সংখ্যা)