হায়দরাবাদে ডিএসও–র আন্দোলনে পুলিশের লাঠি

রেজাল্ট কেলেঙ্কারিতে ২০ জন ছাত্র আত্মঘাতী

তেলেঙ্গানা রাজ্যের ইন্টারমিডিয়েট এডুকেশন বোর্ড কর্তৃপক্ষের মর্মান্তিক গাফিলতিতে প্রাণ গেল ২০ জনেরও বেশি ছাত্রের৷ ২৫ এপ্রিল প্রকাশিত রেজাল্টে ব্যাপক ভুলভ্রান্তির কারণে ছাত্ররা হতবাক হয়ে যায়৷ তালিকায় শত শত ছাত্রকে অনুপস্থিত দেখানো হয়েছে৷ অথচ তারা প্রত্যেকেই পরীক্ষায় বসেছিল৷ প্রথম বর্ষের এক ছাত্র যে গতবার সর্বোচ্চ নম্বর পেয়েছিল তাকে তেলেগু বিষয়ে শূন্য দেওয়া হয়েছে৷ প্রায় ৩.২৮ লক্ষ ছাত্র ফেল করেছে৷ এহেন রেজাল্ট বিপর্যয়ের বিরুদ্ধে ছাত্রছাত্রী–অভিভাবক বিক্ষোভে সামিল হয়েছেন৷ প্রায় ৯.৭৪ লক্ষ ছাত্রছাত্রীর খাতা দেখার জন্য সরকার এমন একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল যাদের এত খাতা সময় মতো দেখার ব্যবস্থাই নেই৷

ফলে লক্ষ লক্ষ ছাত্র বিপাকে পড়েছে এবং ২০ জনেরও বেশি ছাত্র আত্মঘাতী হয়েছে৷ এই ক্ষমাহীন অবহেলাকে ধিক্কার জানাচ্ছে সকলে৷ সমস্যার দ্রুত সমাধানের জন্য ২৯ এপ্রিল অল ইন্ডিয়া ডিএসও–র নেতৃত্বে বিক্ষোভ–আন্দোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল৷ পুলিশ এই বিক্ষোভে লাঠি চালায় এবং ছাত্রদের গ্রেপ্তার করে সারাদিন জেলে আটকে রাখে৷ ছাত্ররা দাবি করেছে, আত্মঘাতী প্রত্যেক ছাত্রের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে৷ শিক্ষার বেসরকারিকরণ ও ভাড়াটে সংস্থাকে দিয়ে খাতা দেখানো বন্ধ করতে হবে এবং রেজাল্ট বিপর্যয়ে দোষীদের যথপোযুক্ত শাস্তি দিতে হবে৷ 

(গণদাবী : ৭১ বর্ষ ৩৮ সংখ্যা)