Breaking News

হাওড়ায় শিক্ষা কনভেনশন

‘জাতীয় শিক্ষানীতি-২০২০ আসলে অনেক ভালো ভালো কথার আড়ালে শিক্ষারবেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ ও গৈরিকীকরণের নীল নকশা।’ হাওড়ায় যোগেশ চন্দ্র বালিকা বিদ্যালয়ে ২১ নভেম্বর এক শিক্ষা কনভেনশনে এ কথা বলেন অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির সহ সম্পাদক ডঃ মৃদুল দাস।

মূল প্রস্তাব উত্থাপন করেন শিক্ষক অভিজিৎ মণ্ডল। সমর্থনে বক্তব্য রাখেন শিক্ষক চণ্ডীচরণ মাইতি। অধ্যাপক বি আর প্রধানের পাঠানো বার্তার রেকর্ডিং শোনানো হয়। এছাড়অ বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা তনিমা মুখার্জি, গবেষক সুস্বাগত বন্দোপাধ্যায়, প্রবীর দত্ত চৌধুরী প্রমুখ। অধ্যক্ষ সুখরঞ্জন মুখোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা, অধ্যাপক বি আর প্রধানকে সভাপতি, শিক্ষক চণ্ডীচরণ মাইতিকে সম্পাদক এবং স্নেহাশীষ দাসকে কোষাধ্যক্ষ করে হাওড়া জেলা সেভ এডুকেশন কমিটি গঠিত হয়।