হাওড়ায় ওয়াটার ক্যারিয়ার ও সুইপাররা আন্দোলনে

কর্তৃপক্ষের লাগাতার বঞ্চনার বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন হওড়া জেলার ওয়াটার ক্যারিয়ার ও সুইপার (কর্মবন্ধু) ইউনিয়ন৷ ১৪ আগস্ট তাঁদের পক্ষ থেকে জেলা শাসকের দপ্তর ও ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়৷

ওয়াটার ক্যারিয়ার ও সুইপাররা বর্তমানে কর্মবন্ধু নামে কর্মরত৷ মাসিক তিন হাজার টাকার বিনিময়ে অফিসের তালা খোলা, ঝাড়ু ও জল দেওয়া সহ চতুর্থ শ্রেণির প্রায় সমস্ত কাজ তাঁদের করতে হয়৷ দুর্মূল্যের বাজারে এই সামান্য বেতন মাসের শুরুতে পাওয়া যায় না৷ তার ওপর এই কর্মীরা এমনকি উৎসবের সময় বোনাসও পান না৷

যদিও ইউনিয়নের আন্দোলনের ফলে হাওড়া জেলায় ওয়াটার ক্যারিয়ার ও সুইপারদের বেতনবৃদ্ধি ও বোনাসের ব্যাপারে কিছু আইনি প্রক্রিয়া শুরু হয়েছে৷ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলির ঔদাসীন্যে তা দিনের পর দিন পড়ে থাকছে এবং কর্মীরা বঞ্চিত হয়েই চলেছেন৷ ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সকল কর্মীদের উপযুক্ত বেতন ও বোনাস সহ তাঁদের স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত এবং নিয়োগপত্র ও আইডেন্টিটি কার্ড প্রদানের ব্যবস্থা দ্রুত না করলে তাঁরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ৪ সংখ্যা)