হরিয়ানায় মিড–ডে মিল কর্মীদের বিশাল বিক্ষোভ

হরিয়ানার মিড–ডে মিল কর্মচারীরা তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে ১২ জুন রোহতকে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তাঁদের দাবি, সুক্লের ছাত্রদের উপযুক্ত পরিমাণে পুষ্টিকর খাদ্য দিতে হবে৷ এ ছাড়া কর্মীদের সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি, ন্যূনতম বেতন ১৮০০০ টাকা, চাকরির সুরক্ষা, প্রভিডেন্ট ফান্ড, ইউনিফর্ম, স্বাস্থ্যসম্মত রান্নাঘর প্রভৃতির দাবি তাঁরা তুলেছেন৷ শহরের সেক্টর ১–এর দেবীলাল পার্ক থেকে এক বিশাল মিছিল করে তাঁরা অর্থমন্ত্রীর বাড়িতে গিয়ে উপরোক্ত দাবি সংবলিত স্মারকলিপি জমা দেন৷ মিছিলে নেতৃত্ব দেন মিড–ডে মিল কর্মী ও সহায়িকা ইউনিয়নের রাজ্য সভাপতি পুষ্পা দেবী ও সম্পাদক ওমবতী৷ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এ আই ইউ টি ইউ সি হরিয়ানা রাজ্য সম্পাদক হরি প্রকাশ, ইউনিয়নের উপদেষ্টা রাজেন্দ্র সিংহ প্রমুখ৷

(৭০ বর্ষ ৪৪ সংখ্যা ২২ জুন, ২০১৮)