স্মরণ করি স্ট্যালিনের মহৎ শিক্ষা

‘‘আমি জানি, পার্টি সদস্যদের মধ্যে এমন লোক আছেন, যাঁরা সাধারণত সমালোচনা, বিশেষত আত্মসমালোচনা পছন্দ করেন না। এইসব সদস্য যাঁদের আমার ‘ভাসা-ভাসা’ কমিউনিস্ট বলতে ইচ্ছা হয়, তাঁরা প্রায়ই আত্মসমালোচনার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন এবং বিরক্তিভরে কাঁধ ঝাঁকুনি দিয়ে যেন বলতে চান, আবার সেই অভিশপ্ত আত্মসমালোচনা, আবার আমাদের ব্যর্থতার ছিদ্রান্বেষণ–আমরা কি শান্তিতে বাস করতে পারব না? নিঃসন্দেহে বলা যায়, ঐ সব ‘ভাসা-ভাসা’ কমিউনিস্টরা আমাদের পার্টির ভাবাদর্শ, বলশেভিক মানসিকতা–এসবের সঙ্গে সম্পূর্ণ অপরিচিত। বেশ, যাঁরা এ রকম মনোভাব নিয়ে চলেন, আত্মসমালোচনাকে কখনও উৎসাহের সঙ্গে যাঁরা অভিনন্দন জানাতে পারেন না, তাঁদের কাছে কি এই প্রশ্ন রাখা যায়–আমাদের কি আত্মসমালোচনা প্রয়োজন? কেন আমাদের আত্মসমালোচনা করতে হয়? কী এর মূল্য?

কমরেডস, আমি মনে করি, বাতাস অথবা জলের মতোই আমাদের কাছে আত্মসমালোচনা দরকারি। আমি মনে করি, আত্মসমালোচনা ছাড়া আমাদের পার্টি এগোতেই পারে না, আমাদের দুষ্ট ক্ষতগুলিকে উন্মোচিত করতে পারে না, ত্রুটিগুলিকে দূর করতে পারে না। এবং আমাদের যে যথেষ্ট ত্রুটি আছে, তা খোলা মনে সততার সঙ্গে স্বীকার করা উচিত।”

জে ভি স্ট্যালিন

মস্কোর কর্মীসভায় প্লেনাম সম্পর্কিত বক্তব্য, ১৯২৮

গণদাবী ৭৪ বর্ষ ২৮ সংখ্যা ২৫ ফেব্রুয়ারি ২০২২