স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের দাবিতে উত্তরাখণ্ডে নাগরিক আন্দোলন

চিকিৎসা পরিষেবা উন্নয়নের দাবিতে উত্তরাখণ্ডের শ্রীনগরে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে নাগরিক আন্দোলন চলছে৷ বিজেপি শাসিত এই রাজ্যে চিকিৎসা পরিষেবা অত্যন্ত অনুন্নত৷

শহরের কম্বাইন্ড হাসপাতালে এক সময় ১৫–১৬ জন ডাক্তার থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র দু’জন৷অথচ এই হাসপাতালটির উপর নির্ভরশীল শ্রীনগর সহ পাউরি, রুদ্রপ্রয়াগ, তেহরি জেলার হাজার হাজার মানুষ৷ হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নের দাবিতে গত জুনে রাজধানীর কিছু প্রবীণ মানুষ প্রগতিশীল জনমঞ্চ গঠন করে ধরনায় বসেন৷ কিন্তু সরকার এই আন্দোলনের প্রতি চরম উপেক্ষা দেখাতে শুরু করলে মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক–রাজনৈতিক সংগঠনকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়৷ ছাত্র সংগঠন এ আই ডি এস ও এই আন্দোলনে সক্রিয়ভাবে সামিল হয়৷ স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি জল সমস্যার সমাধান, শ্রীনগরে ‘নিট’ (ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি) ক্যাম্পাস স্থাপন প্রভৃতি দাবিও আন্দোলনের তোলা হয়৷

২৫ ডিসেম্বর ২৪ ঘন্টা রিলে অনশন, ২ জানুয়ারি প্রবীণ নেতৃবৃন্দের অনশন ধর্মঘটের পাশাপাশি ৮ জানুয়ারি গোটা শ্রীনগর শহরে সর্বাত্মক বনধ পালিত হয়৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কর্মচারী সংগঠন, মহিলা সংগঠন, ব্যবসায়ী সমিতি সহ ব্যাপক সংখ্যক সাধারণ মানুষ এতে সামিল হন৷ বিজেপি সরকার পুলিশ দিয়ে এই আন্দোলন দমনের চেষ্টা করেও গণজাগরণের ভয়ে ধীরে চলো নীতি নিয়ে চলছে৷