স্বাস্থ্য ক্ষেত্রে নয়া বিল সর্বনাশা

কেন্দ্রের বিজেপি সরকার ২৯ ডিসেম্বর লোকসভায় যে ন্যাশনাল মেডিকেল কমিশন বিল (এন এম সি) পেশ করেছে, তা আইনে পরিণত হলে ভাল ডাক্তার তৈরির প্রক্রিয়া ধ্বংস হবে যা বাস্তবে সাধারণ

মানুষকে ভাল চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করবে৷ এই বিল মেডিকেল ছাত্র ও ডাক্তারদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী৷ এই বিল সাধারণ পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের ডাক্তারি পড়ার সুযোগ থেকে দূরে ঠেলে দেবে৷ এই বিপদ আঁচ করেই ২৮ ডিসেম্বর ছাত্র সংগঠন এআইডিএসও বিল বাতিলের দাবিতে কলকাতার হাজরা মোড়ে ব্যাপক বিক্ষোভ দেখায় এবং বিলের প্রতিলিপি পোড়ায়৷

এই বিলের মধ্য দিয়ে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াকে বাতিল করা হচ্ছে৷ কেন এমসিআই–কে বাতিল করা হচ্ছে? ডিএসও–র বক্তব্য, মেডিকেল শিক্ষায় বেসরকারি উদ্যোগ প্রবেশের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে, মুনাফার উদ্দেশ্যে মেডিকেল কলেজ স্থাপনে বাধা রয়েছে৷ কেন্দ্রের বিজেপি সরকার সেই বাধা দূর করে স্বাস্থ্য নিয়ে পুঁজিপতিদের ব্যবসার অবাধ সুযোগ দিতে চায়৷ এর ফলে চিকিৎসার খরচ মারাত্মকভাবে বাড়বে যা চূড়ান্ত জনস্বার্থবিরোধী৷

এই বিল অনুযায়ী এমবিবিএস পাশ করার পর অপর একটি এক্সিট টেস্ট দিতে হবে৷ ডি এস ও–র প্রশ্ন এর প্রয়োজন কী? এমবিবিএস পাশ করার পর হাতে কলমে চিকিৎসা শেখার জন্য নব্য চিকিৎসকদের ইন্টার্নশিপ করতে হয়৷ এটা ডাক্তারদের বিপুল অভিজ্ঞতায় সমৃদ্ধ করে৷ সেই সুযোগ কেড়ে নিয়ে এম সি কিউ টাইপ পরীক্ষায় ডাক্তারদের বসতে বাধ্য করা হলে কম্প্রিহেনসিভ বা সুসংবদ্ধ সামগ্রিক চিকিৎসা জ্ঞান গড়ে ওঠার প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে৷ এতে ভাল মানের ডাক্তার তৈরি হবে না৷ তাই এই বিল কোনওভাবেই মেনে নেওয়া যায় না৷