Breaking News

স্বরূপনগরে বিডিওকে ডেপুটেশন

সরকারি প্রচারে যাই দেখানো হোক, করোনা ও লকডাউন মোকাবিলায় সরকার বাস্তবে কী করছে? জীবনের ঝুঁকি নিয়ে কাজে নামা চিকিৎসক-স্বাস্ব্যকর্মীদের পিপিই-র চিন্তা বিলাসিতা, মাস্ক-গ্লাভ্স-স্যানিটাইজারও বহু স্বাস্থ্যকেন্দ্রে মেলেনি। নেই এলাকা জঞ্জাল ও জীবাণুমুক্ত রাখার কোনও উদ্যোগ। জীবিকাহীন নির্মাণ-বিড়ি-পরিবহণ কর্মী, হকার, দিনমজুর, ক্ষুদ্র দোকানদার ও কর্মচারী, পরিচারিকা, কৃষক সহ সমস্ত শ্রমজীবীদের অবস্থা ভয়াবহ। রেশন বরাদ্দে নেই বাড়তি চাল-গম, ন্যূনতম প্রাপ্যও বহু জায়গায় পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে ৮ এপ্রিল এসইউসিআই(সি)-র পক্ষ থেকে উত্তর ২৪ পরগণায় স্বরূপনগর বিডিওর কাছে চার জনের প্রতিনিধিদল স্মারকলিপি পেশ করে। দাবিপত্রে অসহায়দের বিশেষ ত্রাণ, শুধু করোনা নয়, অন্য গুরুতর রোগীদের দ্রুত উন্নত হাসপাতালে স্থানান্তর ও চিকিৎসা, বাইরে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ও রোগী-পরিজনদের থাকা-খাওয়া-চিকিৎসার ব্যবস্থা, চিকিৎসা-ত্রাণে স্বচ্ছতা আনতে সর্বদলীয় সভার আয়োজন করার দাবি জানানো হয়।