স্কুলে নিরাপত্তা বৃদ্ধির দাবি অভিভাবক ফোরামের

জি ডি বিড়লা স্কুলের মধ্যে ছাত্রী কৃত্তিকা পালের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর ব্যথা ও উদ্বেগ প্রকাশ করে ইউনাইটেড গার্জিয়ান ফোরাম ২২ জুন যাদবপুর থানায় স্মারকলিপি দেয়৷  তাতে তাঁরা বলেন, এই ঘটনা স্কুল চত্বরে শিশু–কিশোরদের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে নিয়ে এল৷ আত্মহত্যার এই ঘটনা আবারও দেখাল, বেসরকারি স্কুলগুলির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত অবহেলিত৷ পাশাপাশি পড়ুয়াদের ওপর সার্বিক মানসিক চাপবৃদ্ধির বিষয়টিও সামনে এল৷ সংগঠনের সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, ঘটনার দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, তদন্তে নিরাপত্তার গাফিলতি প্রমাণিত হলে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে, সরকারকে সমস্ত স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে৷

(গণদাবী : ৭১ বর্ষ ৪৬ সংখ্যা)