সিপিডিআরএস–এর শিবির তমলুকে

বর্তমানে দেশের সাধারণ মানুষের নাগরিক অধিকার সংবিধানে যতটুকু উল্লেখিত রয়েছে প্রতি মুহূর্তে প্রতিদিন তা নানা ভাবে লঙিঘত হচ্ছে৷ ন্যায় বিচারের ধারণা এখন রাষ্ট্র সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানের দ্বারা পক্ষপাতদুষ্ট৷ মানুষের বেঁচে থাকার ন্যূনতম পরিবেশ নেই৷ স্বাধীনতা নেই৷ যেটুকু সাংবিধানিক বিধির ব্যবস্থা আছে, তাও বেশিরভাগ মানুষের অজানা৷

সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেকুলারিজম (সিপিডিআরএস)–এর উদ্যোগে বিশিষ্ট নাগরিকদের নিয়ে মানবাধিকার সংক্রান্ত বিষয়ে এক সেমিনার সংগঠিত হয় ২৯ অক্টোবর তমলুকের রত্নালি প্রাথমিক বিদ্যালয়ে৷ প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ৷ উপস্থিত ছিলেন আবহবিদ অশোক কুমার হাজরা, জেলা সংগঠক প্রদীপ দাস, নাট্যকর্মী সূর্য চক্রবর্তী, শিক্ষক তপন জানা, তরুণ সাউ প্রমুখ৷ সংগঠনের পক্ষ থেকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জেলা জুড়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে৷