Breaking News

সিপিএম নেতৃত্বের আত্মসমীক্ষা করা দরকার

এস ইউ সি আই (কমিউনিস্ট)–এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ৬ মে নিম্নের প্রেস বিবৃতি দিয়েছেন :

অবশেষে ভোটের শেষ লগ্নে সিপিএম নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশে আর্জি জানিয়ে বলেছেন, ‘গরম কড়াই থেকে জ্বলন্ত উনুনে নয়’৷ এ রাজ্যের জনগণ অবশ্য ভোটের প্রথম পর্ব থেকেই প্রত্যক্ষ করেছে, সিপিএম নেতা–কর্মীদের একটা বড় অংশ নিজেদের বা ফ্রন্টের প্রার্থী থাকা সত্ত্বেও বিজেপির হয়ে প্রচার করেছেন ও ভোট দিয়েছেন৷ দলের মধ্যে হিন্দু–মুসলমান মেরুকরণও ঘটেছে৷ প্রশ্ন উঠেছে, এটা কি নেতাদের নির্দেশেই ঘটল, নাকি ঊর্ধ্ব নেতৃত্বকে অগ্রাহ্য করেই হল৷ যদি তাই হয়ে থাকে, তবে দীর্ঘদিন বামপন্থার কথা প্রচার করে এবং টানা ৩৪ বছর সরকারে থেকে শাসন করার পরেও দলের এই হাল হল কেন, আশা করি সিপিএম নেতারা আত্মসমীক্ষা করবেন৷

(গণদাবী : ৭১ বর্ষ ৩৯ সংখ্যা)