সিকিমের ছাত্র–যুবদের পার্টি ক্লাস

এ আই ডি এস ও–র সিকিম রাজ্য সংগঠনী কমিটির উদ্যোগে ১৪–১৫ জুলাই শিলিগুড়িতে একটি পার্টি ক্লাস অনুষ্ঠিত হয়৷ শিক্ষা–স্বাস্থ্যেরবাণিজ্যিকীকরণ হচ্ছে কেন, আর্থ–সামাজিক ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব কী, সমাজতন্ত্র কী, বিপ্লবী পার্টি ছাড়া বিপ্লব সম্ভব কি না, বিপ্লবী আন্দোলনে উন্নত সংস্কৃতি কেন প্রয়োজন– ইত্যাদি বিষয় নিয়ে ক্লাসে অংশগ্রহণকারীরা মত বিনিময় করেন৷ সব শেষে এস ইউ সি আই (সি)–র পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড সৌরভ মুখার্জী সমস্ত প্রশ্নগুলি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করেন৷ উপস্থিত ছিলেন কমরেডস হেমন্ত দাওয়ারি, প্রকাশ পোরাজুলি ও শঙ্কর শর্মা৷

(৭০ বর্ষ ৪৯ সংখ্যা ২৭ জুলাই, ২০১৮)