সারের কালোবাজারি বন্ধ এবং ন্যায্য মূল্যে বিক্রির দাবিতে সড়ক অবরোধ, দাবি আদায়

উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকায় ভুট্টা চাষের মরশুমে চাষিদের প্রচুর পরিমাণে রাসায়নিক সারের প্রয়োজন হয়। এই সুযোগে সার ব্যবসায়ীরা কৃত্রিম অভাব তৈরি করে ব্যাপক কালোবাজারি চালায়। এই মরশুমেও দেখা গেল ব্যবসায়ীরা এমআরপি-র তোয়াক্কা না করে ২৬৬ টাকার ইউরিয়া ৫০০ টাকায়, ১৪৫০ টাকার ডিএপি ২০০০ টাকায় চাষিদের নিতে বাধ্য করছে। স্বাভাবিক ভাবেই চাষিদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ন্যায্য দামে সারের দাবিতে চাষিরা এআইকেকেএমএস-এর নেতৃত্বে ৯ জানুয়ারি দোমোহনা-রসাখোয়া রাজ্য সড়ক অবরোধ করে। প্রশাসন এমআরপি-তে সার পাওয়ার আশ্বাস দিলে অবরোধ তোলা হয়। কিন্তু পরদিনও সার ব্যবসায়ীরা চাষিদের উপর হয়রানি চালালে পাঁচ শতাধিক চাষি মিছিল করে করণদিঘি বিডিও অফিস অবরোধ করে।

বিডিও দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলা হয়। এখন এলাকায় এমআরপি রেটে সার পাওয়ায় চাষিদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়। এই আন্দোলনে নেতৃত্ব দেন এআইকেকেএমএস করণদিঘি আঞ্চলিক কমিটির ইনচার্জ মহম্মদ জাহিরুদ্দিন সহ এলাকার কৃষক নেতারা। সক্রিয় ভূমিকায় ছিলেন ভবেন সিংহ সহ অন্যান্যরা।