সারা বাংলা পানচাষি সমিতির ডেপুটেশন

১৯ নভেম্বর বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগণা জেলার নামখানা ব্লকে প্রায় পাঁচ হাজার  পানের বরজ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়৷ মুখ্যমন্ত্রী স্বয়ং এলাকা পরিদর্শনে এলে অসহায় পানচাষিরা সারা বাংলা পান চাষি সমিতির কাকদ্বীপ মহকুমা শাখার পক্ষ থেকে ডেপুটেশন দেন৷ মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত পানচাষিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ২৩ ডিসেম্বর নামখানা বিডিওর হর্টিকালচার অফিসে ডেপুটেশন দিতে ১৫০০ পানচাষি জমায়েত হন৷ আন্দোলনের চাপে জয়েন্ট বিডিও ডেপুটেশন নিতে বাধ্য হন৷ তিনি চাষিদের দাবিপত্র গ্রহণ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবার আশ্বাস দেন৷

(গণদাবী : ৭২ বর্ষ ২১ সংখ্যা)